বরিশালে প্রথম প্রহরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা


প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫

বরিশালে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।

এ সময় শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা  প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পুলিশ সুপারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান।

আজ (বুধবার) সকাল ৯টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং ১০টায় জেলা ও মহানগর বিএনপির শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

এছাড়া আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল বিজয় র‌্যালির আয়োজন করেছে। বিআইিব্লিউটিএ রকেট ঘাটে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

বিজয় দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।