ঘরে মিললো গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামীসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:২০ পিএম, ৩০ আগস্ট ২০২১
ফাইল ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জান্নাতুল ফেরদৌস মুনমুন (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) উপজেলার ছোট কানুয়া গ্রামে শিরিন মঞ্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গৃহবধূর স্বামী সুমন হাওলাদারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে ওই গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের সঙ্গে মুনমুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই মুনমুনকে স্বামী ও তার স্বজনরা মারধর করতেন। সোমবার সকালে সুমনের এক প্রতিবেশী তার বোন স্নিগ্ধাকে মুনমুনের মৃত্যুর সংবাদ দেন। পরে পুলিশ সঙ্গে নিয়ে ঘরের ভেন্টিলেটর থেকে ঝুলন্ত মুনমুনের মরদেহ উদ্ধার করা হয়।

মুনমুনের বোন স্নিগ্ধার বলেন, আমার বোন আত্মহত্যা করতে পারেন না। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এর বিচারি চাই।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।