নাটোরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:২২ পিএম, ৩০ আগস্ট ২০২১
ফাইল ছবি

নাটোর সদরে নদীতে ডুবে রিহান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬টায় বাড়ির পাশ দিয়ে প্রবাহিত হোজা নদীতে পড়ে শিশুটির মৃত্যু হয়। তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

রিহান উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আল-আমিন হোসেন এর ছেলে।

শিশুটির নানা মুকবুল জানান, সকালে ঘুম থেকে উঠে রান্না নিয়ে ব্যস্ত ছিল রিহানের মা। এসময় রিহান কখন বাড়ি থেকে বের হয়ে নদীর ধারে গেছে তা কেউ খেয়াল করেনি। কিছুক্ষণ পরই কোনো সাড়া-শব্দ না পেয়ে শিশুটিকে খুঁজতে শুরু করে সবাই। পরে নদীর তীরে রিহানের মরদেহ ভেসে থাকতে দেখা যায়।

রেজাউল করিম রেজা/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।