পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুইশ শ্রমিকের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুইশ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানার এসআই নাজমুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চত করে জাগো নিউজকে জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে দুইশ অজ্ঞাত উচ্ছৃঙ্খল শ্রমিক-জনতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় কারো না উল্লেখ করা হয়নি।
 
প্রসঙ্গত, গত সোমবার সকালে ফতুল্লার পঞ্চবটিতে পুলিশের এক কনস্টেবল ও ট্রাক শ্রমিক নেতার মধ্যে বাকবিতণ্ডার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে পঞ্চবটি ট্রাক স্ট্যান্ডের শ্রমিকদের ওই সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হন।

শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।