ভাসানচরে অ্যাসিড পানি পান করে কিশোরীর আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৯ আগস্ট ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে কুলসুমা (১৩) নামের এক রোহিঙ্গা কিশোরী।

রোববার (২৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে পারিবারিক কলহের জের ধরে সে সৌরবিদ্যুতের ব্যাটারির জন্য রাখা অ্যাসিড পানি পান করে আত্মহত্যার চেষ্টা করে।

কুলসুমা আশ্রয়ণ প্রকল্প-৩ এর ৫ নম্বর ক্লাস্টারের এফ ১০ নম্বর কক্ষের বাসিন্দা পেটান আলীর মেয়ে। তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পারিবারিক কলহের জেরে সৌরবিদ্যুতের জন্য রাখা অ্যাসিড পানি পান করে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। খবর পেয়ে তাকে দ্রুত ভাসানচর ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠান।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মো. রফিকুল ইসলাম।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।