কুমিল্লায় ট্রেন-পিকআপ সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১২ এএম, ২৯ আগস্ট ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) সকালে কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তারা ঘটনাস্থলে আসছেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, শনিবার (২৮ আগস্ট) দিনগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ওভারপাসের নিচে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লাকসাম ও আখাউড়া জংশন লোকোসেড থেকে দুটি রিলিফ ট্রেন এনে উদ্ধার কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি।

জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।