টয়লেটের ড্রামে মিলল অর্ধগলিত মরদেহ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৮ আগস্ট ২০২১

সাভারের আশুলিয়ায় একটি ভবনের টয়লেটের ভেতর থাকা পানির ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়া ইয়ারপুর জামগড়া এলাকার হিয়ন গার্মেন্টসের পার্শ্ববর্তী ইদ্রিস কাজীর মালিকানাধীন পাঁচতলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিকের স্ত্রী নাছরিন কাজী বলেন, দু-তিনদিন ধরে ওই ফ্ল্যাটের সামনে থেকে দুর্গন্ধ আসছিল। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। পরে অন্য ভাড়াটিয়া আজ বিষয়টি আমাদের ফোন করে জানায়। খবর পেয়ে তালা খুলে ভেতরে যাই। অনেক খোঁজাখুঁজির পর টয়লেটের ভেতর থাকা পানির ড্রাম খুলে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেয়া হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাসের বলেন, মরদেহের অবস্থা এতটাই বিকৃত যে তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। আমরা তদন্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাবো।

আল-মামুন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।