রাঙ্গামাটিতে বিজিবি ক্যাম্পে বন্যহাতির তাণ্ডব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৮ আগস্ট ২০২১

রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন এলাকার স্পিলওয়ে সংলগ্ন বিজিবি ও আনসার ক্যাম্পে তাণ্ডব চালিয়েছে বন্যহাতি। ফলে ক্যাম্পের বিভিন্ন মালামাল ও ব্যারাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) ভোরে বন্যহাতির দল একযোগে এ তাণ্ডব চালায়। দলে ১২টি হাতি ছিল বলে জানা গেছে।

ক্যাম্পের দায়িত্বরত বিজিবির হাবিলদার আব্দুল আজিজ বলেন, বন্যহাতির তাণ্ডবে বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা প্রাণ রক্ষায় পাশের এক ক্যাম্পে আশ্রয় নেন।

kaptai2

২৪ আনসার ব্যাটালিয়নের সিনিয়র প্লাটুন কমান্ডার নবাব আলী দেওয়ান জানান, হাতির তাণ্ডবে ক্যাম্পের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্যাম্পের পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় মশাল জ্বালিয়ে এবং বাজনা বাজিয়েও হাতির দলকে ফেরানো যায়নি। ফলে বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে স্পিলওয়ের অপর পাড়ে আশ্রয় নেয়।

ক্যাম্পের ব্যাটালিয়ন আনসার সদস্য রাজু মিয়া জানান, চলতি সপ্তাহে আরোও তিনবার হাতির দল ক্যাম্পের আশপাশে এসে গাছপালারর ব্যপক ক্ষতি করেছে।

প্রসঙ্গত, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন এলাকার স্পিলওয়ের সুরক্ষায় কাপ্তাই ১৯ বিজিবির ১৪ সদস্য এবং ২৪ আনসার ব্যাটালিয়নের ৩২ সদস্য ওই ক্যাম্পে দায়িত্বপালন করছেন।

শংকর হোড়/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।