নোয়াখালীতে কাভার্ডভ্যান-সিএনজির সংঘর্ষ, চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৮ আগস্ট ২০২১
ফাইল ছবি

নোয়াখালীতে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আবদুর রহিম (৪০) নামের সিএনজি চালিত অটোরিকশারচালক নিহত হয়েছেন।

শনিবার (২৮ আগস্ট) সকালে মাইজদী-সোনাপুর সড়কের ওয়ালটন শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

আবদুর রহিম নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুরের জয়নাল আবেদীনের ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, মাইজদী বাজার থেকে সোনাপুরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আবদুর রহিম মারা যান।

তিন আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পলাতক।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।