স্কুল-কলেজ পড়ুয়া সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:১৯ এএম, ২৮ আগস্ট ২০২১

স্কুল কলেজ পড়ুয়া সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে নগরীর পুরোহিত পাড়া, ব্রাহ্মপল্লী ও ডিবি রোডসহ আশপাশ এলাকায় অভিযানের সময় নগরবাসীর সঙ্গে এসব কথা বলেন।

তিনি অভিভাবকদের বলেন, রাতে আপনার সন্তান কোথায় যায়, কার সঙ্গে আড্ডা দেয়, কখন বাসায় ফিরে, তা খেয়াল রাখেন। অযথা বাইরে আড্ডা দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিন।

jagonews24

তিনি আরও বলেন, নগরীকে মাদক, চোর ও ছিনতাইমুক্ত করতে রাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি নগরবাসীকে নিরাপদে রাখতে সন্ধ্যার পর থেকে শহরের অলিতে-গলিতে পুলিশের টহল চলবে।

এ সময় কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যরাও এ অভিযানে ছিলেন।

মঞ্জুরুল ইসলাম/এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।