টেকনাফ সৈকতে ফের ভেসে এলো মৃত তিমি
কক্সবাজারের টেকনাফে আবারও ভেসে এসেছে মৃত তিমি। শুক্রবার (২৭ আগস্ট) উপজেলার উখিয়া মনখালী-টেকনাফ শামলাপুর পয়েন্টে মৃত তিমিটি ভেসে আসে।
স্থানীয়রা জানান, সৈকতে মৃত তিমি পড়ে থাকতে দেখে বিকেলে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন জালাল উদ্দিন চৌধুরী নামের এক পরিবেশকর্মী। পরে রাত ১০টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ প্রশাসনের একটি টিম। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় রাতেই মৃত তিমিটি দ্রুত পুঁতে ফেলা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী বলেন, মৃত তিমিটি ৩০ দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ। কয়েকদিন আগে এটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মৃত তিমির দেহের কিছু অংশ সংগ্রহ করা হয়েছে। যা পরীক্ষা-নিরীক্ষা কাজের ব্যবহার করা হবে।
এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট মৃত তিমি ভেসে আসে। পরে তা মাটিতে পুঁতে ফেলা হয়।
আরএইচ/এমএস