স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ব্যবসায়ীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৭ আগস্ট ২০২১
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ব্যবসায়ী স্বামীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক শাহীন আলমের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে জানা যায়, জেলার ধুনট উপজেলার বিলচাপরী গ্রামের আব্দুর রহমানের ছেলে শাহীন আলম একজন পল্লী চিকিৎসক। বর্তমানে তিনি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে থাকেন। সেই সঙ্গে পাশের সাধুবাড়ী পাকারমাথা নামক স্থানে একটি ঘর ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা করে আসছেন।

কিন্তু বেশ কিছুদিন ধরে এই পল্লী চিকিৎসক মামুরশাহী গ্রামের ব্যবসায়ী ফিরোজ হোসেনের স্ত্রীকে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতে থাকেন। এমনকি তাকে কু-প্রস্তাবও দেন গ্রাম্য চিকিৎসক শাহীন। একপর্যায়ে ঘটনাটি তার স্বামীকে জানান ওই গৃহবধূ। এরপর তার স্বামী ফিরোজ হোসেন এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য শাহীন আলমকে নিষেধ করেন। এতে করে আরও ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে উঠেন তিনি। সেই সঙ্গে ঘটনাটি নিয়ে বেশি বাড়াবাড়ি না করতেও বলা হয় তাকে। অন্যথায় তাকে প্রাণনাশ করা হবে বলেও হুমকি-ধমকি দেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল আটটার দিকে শেরপুর শহরে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন ব্যবসায়ী ফিরোজ হোসেন। কিন্তু সাধুবাড়ী পাকারমাথায় পৌঁছামাত্র তার ওপর হামলে পড়ে গ্রাম্য ডাক্তার শাহীন আলম ও তার লোকজন। এমনকি ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করেন তারা। এসময় তার নিকটে থাকা পঞ্চাশ হাজার ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ফিরোজ হোসেন বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতভাবে হামলা চালানো হয়। মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া হয়।

বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত পল্লী চিকিৎসক শাহীন আলম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে এটি করা হয়েছে আমাকে হয়রানী করার জন্য। তবে উভয়পক্ষের মধ্যে মারামারি কথা স্বীকার করেন তিনি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তপূর্বক আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।