কুষ্টিয়ায় করোনায় একজনের মৃত্যুর দিনে শনাক্ত ৫৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১০:২৩ এএম, ২৬ আগস্ট ২০২১
ফাইল ছবি

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১১১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৭৪ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৩৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৭৯টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৩৫ শাতাংশ।

নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩৪ জন, কুমারখালীর পাঁচজন, দৌলতপুরের চারজন, ভেড়ামারার তিনজন, মিরপুরে সাতজন এবং খোকসার একজন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৪৫২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৮৪ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৭১৩ জন।

আল-মামুন সাগর/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।