ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫

দিনাজপুরের কাহারোল ইসকন মন্দিরে ককটেল ও গুলি বর্ষণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান ইসকন ভক্তরা ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনের আগে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় শত শত নারী পুরুষ ফেস্টুন-প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রামের প্রর্বতক ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, ডা. মানস কুমার দাশ, রাজু কর্মকারসহ আরও অনেকে।

বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সৈকত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।