টাঙ্গাইলের ৮ পৌরসভায় ভোটযুদ্ধ
আসন্ন পৌরসভা নির্বাচনে টাঙ্গাইলের ৮টি পৌরসভার দুটিতে আওয়ামী লীগ বনাম বিদ্রোহী আওয়ামী লীগ আর বাকি ছয়টিতে ক্ষমতাসীন দল ও বিএনপি প্রার্থীদের ভোটযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। এ নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটার জরিপ ও মতামত থেকে এ ফলাফল উঠে এসেছে।
সাধারণ ভোটারদের মতামতে জানা গেছে, টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও দলের বিদ্রোহী হলেও স্বতন্ত্র প্রার্থী মেয়র পদধারী জহিরুল হক হেলালের সঙ্গেই এ পৌরসভায় ভোট যুদ্ধ হওয়ার সম্ভাবনা ভোটার জরিপ ও মতামতে প্রকাশ পেয়েছে। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এএমএ সোবহান ভোটার সমর্থনে তৃতীয় অবস্থানে রয়েছেন। যথাক্রমে চতুর্থ অবস্থানে রয়েছেন জাতীয় পার্টির এরশাদ সমর্থিত ফেরদৌস আহমেদ।
এছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনপ্রাপ্ত ভূঞাপুর পৌরসভার প্রার্থী মাসুদুল হক মাসুদ ও বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী আজহারুল ইসলামসহ উচ্চ আদালত থেকে মনোনয়নের বৈধতা প্রাপ্ত তারিকুল ইসলাম চঞ্চলের তীব্র ভোটযুদ্ধের শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ ভোটাররা। তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল খালেক মন্ডল। পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপি’র সম্ভাব্য ভোটযুদ্ধের তালিকায় রয়েছে টাঙ্গাইল সদর পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত জামিলুর রহমান মিরন ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু।
মধুপুর পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত মাসুদ পারভেজ ও বিএনপি সমর্থিত সরকার শহীদুল ইসলাম, গোপালপুর পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত রকিবুল হক ছানা ও বিএনপি সমর্থিত খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। কালিহাতী পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত আনছার আলী বিকম ও বিএনপি সমর্থিত আলী আকবর জব্বার। মির্জাপুর পৌরসভার সাহাদৎ হোসেন সুমন ও বিএনপি সমর্থিত হযরত আলী ও সখীপুর পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত আবু হানিফ আজাদ ও বিএনপি সমর্থিত প্রার্থী নাছির উদ্দিনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানা গেছে।
এসএস/পিআর