পিরোজপুরে মাদক বিক্রিকালে কারারক্ষী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৪ আগস্ট ২০২১

পিরোজপুরের কাউখালীতে মাদক বিক্রির সময় মো. জাহিদুল ইসলাম (৪৩) নামে এক কারারক্ষীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জসিম।

pir-(2).jpg

তিনি বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। জাহিদুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তিনি বরগুনা জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আটক জাহিদুল ইসলাম কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বণি আমিন জানান, জাহিদুলকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।