১২ বছর পর গাজীপুর সদর বিএনপির আহ্বায়ক কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৪ আগস্ট ২০২১
আহ্বায়ক আবু তাহের মুসল্লী ও সদস্য সচিব জয়নাল আবেদীন রিজভী

গাজীপুর সদর উপজেলায় দীর্ঘ ১২ বছর পর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন ও সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল এ কমিটি অনুমোদন দিয়েছেন।

এর আগে, গত ২০০৯ সালে গাজীপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল।

নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের মুসল্লী, সদস্য সচিব হয়েছেন মো. জয়নাল আবেদীন রিজভী।

৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্য সদস্যারা হলেন- ইজাদুর রহমান মিলন, অ্যাডভোকেট সোলাইমান মোল্লা, এমদাদুল হক মুসল্লী, মো. জাহাঙ্গীর আলম, মো. আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, মো. মোফাজ্জল হোসেন, মো. ওসমান আলী, মো. ফজলুল হক মুসল্লী, মো. বদিউল আলম বাদল, মো. মোশাররফ মুন্সী, মো. সাহাব উদ্দিন. মো. তাইজুল ইসলাম, মো. বাচ্চু মোড়ল, ডিএম আজহার, মো. আজিজুল হক, মো. ইসলাম উদ্দিন, মো. মিজানুর রহমান খোকন, মো. নাজিম ব্যাপারী, মো. আলমগীর হোসেন, মো. সিরাজ মেম্বার, মো. জসিম উদ্দিন, মো. হাবিবুর রহমান, মো. আজহার মন্ডল ও মো. মোতালিব মেম্বার।

মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।