মধ্যরাতে নারী কাউন্সিলরের কার্যালয়ে সাপ, পিটিয়ে মারল স্থানীয়রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১০:৫১ এএম, ২৪ আগস্ট ২০২১

রাজশাহীর নগরীর পদ্মা পাড়ে ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলরের কার্যালয়ে ঢুকেছে পদ্মা থেকে ভেসে আসা সাপ। সাপটি দেখে পিটিয়ে মারেন স্থানীয়রা।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নারী কাউন্সিলরের চেম্বারে সাপটি প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন যুবক জানান, সোমবার রাতে ঘটনাস্থলে তারা কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় সাপটিকে নারী ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেখেন তারা। এরপর তারা আশপাশ থেকে কয়েকটি লাঠি যোগাড় করে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। ওই সময় কার্যালয়ে কেউ ছিলেন না। পরে তারা নারী ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি জানান।

jagonews24

সাপের উপদ্রব ও আতঙ্কের বিষয়টি জানিয়ে তারা বলেন, সাপটির শরীরে ডোরাকাটা দাগ ছিল। সাপটি তেমন পরিচিত নয়, একেবারেই বাইরের প্রজাতির।

তবে স্থানীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ইন্টারনেট ঘেঁটে জানান, এই সাপটির নাম ‘কালাচ’। আবার এক স্থানীয় বৃদ্ধ সাপটির নাম ‘ডারাস’ বলে জানালেন। এমন নানা প্রজাতির সাপই পদ্মার পানিতে ভেসে এসে লোকালয়ে ঢোকার চেষ্টা করছে। এরকম প্রতিদিনই দুই-তিনটি করে এমন সাপ মারা হচ্ছে। এগুলোর মধ্যে রাসেল ভাইপারের সংখ্যাই বেশি বলে জানান স্থানীয়রা।

jagonews24

তারা আরও বলেন, বর্ষার পানি বৃদ্ধির কারণে এলাকায় সাপের উপদ্রব অনেক বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে এলাকায় মানুষেরা বেশ আতঙ্কেই দিন কাটাচ্ছেন, বিশেষ করে রাতের বেলায়।

এ বিষয়ে নারী ওয়ার্ড কাউন্সিলর লাইলি বেগম বলেন, বর্ষা এলেই এলাকায় সাপের উপদ্রব খুব বেড়ে যায়। নদী তীরবর্তী মানুষের বাড়িগুলোতে সাপ ঢুকে যায়। এ নিয়ে বেশ আতঙ্কেই দিন কাটছে আমাদের। তবে এ সময় সাবধান থাকা ছাড়া উপায় নেই।

ফয়সাল আহমেদ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।