পাবনায় আ.লীগ নেতার বাড়িতে মিলল বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র
পাবনার ফরিদপুর উপজেলায় হেলাল তালুকদার নামে এক আ.লীগ নেতার বাড়ি থেকে ৯৫টি দেশীয় অস্ত্র ‘বর্ষা’ উদ্ধার করেছে পুলিশ।
পুঙ্গলী ইউনিয়নের রতনপুর গ্রামে সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে অভিযান চালিয়ে পুলিশ এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে।
হেলাল তালুকদার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক।
এ বিষয়ে পাবনার ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর গ্রামে হেলাল তালুকদারের (৪০) বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৯৫টি ‘বর্ষা’ উদ্ধার করা হয়। প্রতিটি ‘বর্ষা’ প্রায় ৫ ফুট লম্বা। বড় ধরনের কোনো সংঘর্ষ হলে এগুলো ব্যবহার করার উদ্দেশ্য ছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা।’
ওসি আরও বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলাল তালুকদার ও তার সহযোগীরা পালিয়ে যান। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীর সোমবার রাতে জানান, ‘হেলাল তালুকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনা শুনেছি। তার বিষয়ে দলীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’
আমিন ইসলাম জুয়েল/এমএইচআর