সাঁতার কাটতে গিয়ে দীঘিতে ডুবে যাওয়া নকলনবিশের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা পৌরসভার দীঘিতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর সাব রেজিস্ট্রি অফিসের নকলনবিশ মহিবুল্লাহ তরুর (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ আগস্ট) রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মহিবুললাহ তরু সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে গ্রামের বাসিন্দা।
তার পারিবারিক সূত্রে জানা যায়, মহিবুললাহ তরুসহ তার কয়েকজন সহকর্মী প্রতিদিন সন্ধ্যার পর হাঁটতে বের হন এবং শারীরিক ব্যায়াম শেষে পৌর দীঘিতে গোসল করে বাড়িতে ফেরেন। প্রতিদিনের মতো রোববারও তার আরেক সহকর্মীসহ পৌর দীঘিতে গোসলে নামেন। সাঁতরে দীঘির মাঝখানে যান। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মী তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
ঘটনাটি জানাজানি হলে পৌর দীঘি ঘিরে হাজারও মানুষের ভিড় জমে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে সাতক্ষীরা স্টেশনে ডুবুরি দলের সদস্য না থাকায় খবর দেওয়া হয় খুলনা স্টেশনে। সেখান থেকে রাত ৯টা ৩৫ মিনিটে সাতক্ষীরায় পৌঁছান ডুবুরি দল। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর তরুর মরদেহ উদ্ধার সম্ভব হয়।
খুলনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শেখ রাজীব তরুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানুর রহমান রাজীব/এসজে/এমকেএইচ