নিখোঁজের ৩ দিন পর সেচ ক্যানেলে মিললো ব্যবসায়ীর মরদেহ
নিখোঁজের তিনদিন পর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে রাকিবুল (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ আগস্ট) দুপুরে উপজেলার দলদলি ইউনিয়নের মুশরীভূজা বাজারের স্লুইস গেট এলাকার একটি সেচ ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাকিবুল ওই ইউনিয়নের বাগানপাড়া গ্রামের মো. মনসুর আলীর ছেলে।
এ ঘটনায় মো. হাসিমের ছেলে মো. নাদিম (২৬) ও মো. হুমায়ুনের স্ত্রী মোসা. আলেয়া (২৭) বেগমকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাকিবুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও পাননি। ওই দিন রাত দেড়টার দিকে একটি মোবাইল নম্বর থেকে তার ভাই সাইদুর রহমান ও বন্ধু রবুকে ফোন দিয়ে তিন লাখ ৮৪ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন ভোলাহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজের স্ত্রী রুবা।
নিহতের স্ত্রী রুবা বলেন, তার সঙ্গে কারো শত্রুতা ছিল না। প্রতিবেশীর সঙ্গে কয়েকদিন আগে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, তার কোমরে ইটভর্তি বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে পানিতে ডুবিয়ে রাখা হয়। স্থানীদের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম