সিলেটে এবার পরিবহন ধর্মঘটের ডাক দিলেন শ্রমিকরা


প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

সিলেট বিভাগে ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে দু`দিন হলো। আজ (মঙ্গলবার) এই ধর্মঘট তিনদিনে গড়াবে। সোমবার দিনব্যাপি শ্রমিকরা নগরের প্রবেশমুখে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে ট্রাক আড়াআড়ি রেখে রাস্তায় ব্যারিকেড দিয়ে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এদিকে, ট্রাক শ্রমিকদের ধর্মঘট পালনকারী শ্রমিকদের ওপর গত রোববার গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার জেরে এবার পরিবহন শ্রমিক ও ট্রাক ইউনিয়ন আজ (মঙ্গলবার) থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।


জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জাগো নিউজকে জানান, সিলেটের বিভিন্ন সড়কে পুলিশি হয়রানি ও শ্রমিকদের নির্যাতন করার পাশাপাশি অতিরিক্ত টোল আদায় করার প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। জেলার কোথাও বাস-মিনিবাসসহ কোনো ধরনের যানবাহন চলতে দেয়া হবে না বলে জানান তিনি।


সোমবারের দিনব্যাপি শ্রমিকদের বিক্ষোভে দীর্ঘ যানজটে পড়ে তীব্র দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রীরা।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।