ফরিদপুরে পাটকল মেশিন পরিষ্কারে প্রাণ গেল শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩১ এএম, ২২ আগস্ট ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে জুটমিলে চট তৈরির যন্ত্র পরিষ্কার করতে গিয়ে শাহিনুর মুন্সি (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুটমিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার আনধারীধার ইউনিয়নের বিলধারকনি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে ওই জুটমিলে মেকানিক্যাল সহকারী হিসেবে কাজ করে আসছিলেন।

শাহিনুরের প্রতিবেশী ও জনতা জুটমিলে উৎপাদন সেকশনে কর্মরত শ্রমিক আমিনুল ইসলাম জানান, শাহিনুরের রাতে ডিউটি (দায়িত্ব) ছিল। অন্যদিনের মতো সন্ধ্যায় মেশিন পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত তার ভেতরে চলে যান তিনি। এতে ঘটনাস্থলেই শাহিনুর মারা যান।

জনতা জুট মিলের অ্যাডমিন ম্যানেজার আতিকুর রহমান জানান, জুটমিলে চট তৈরির মেশিন পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটে। প্রথমে হাত এবং মেশিন বন্ধ করতে করতে কোমর পর্যন্ত ভেতরে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এসজে/জিকে এস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।