মেহেরপুরে নারীসহ ছয় জামায়াত কর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২ পিএম, ২১ আগস্ট ২০২১
ফাইল ছবি

মেহেরপুর সদরে গোপন বৈঠকের সময় পাঁচ নারীসহ ছয়জন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাধাকান্তপুর গ্রামের মইজুদ্দিন শেখের ছেলে আরসাদ আলী (৫৫), বজলুর রহমানের স্ত্রী ফেরদৌসী খাতুন (৪১), তরিকুল ইসলামের স্ত্রী নয়ন মালা (২৪), সোহেল রানার স্ত্রী রুপালি আক্তার (৩৪), ইয়ারুল ইসলামের স্ত্রী জোসনা (৩৫), আসাদ আলীর স্ত্রী সাফিয়া খাতুন (৪০)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, রাধাকান্তপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আরশাদ আলীর বাড়িতে জামায়াত কর্মীদের গোপন বৈঠক চলছে এমন খবরে সদর থানাপুলিশের একটি দল আরশাদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আসিফ ইকবাল/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।