বাবার সম্পত্তি নিয়ে বিরোধ, বড় বোনের ধাক্কায় প্রাণ গেল ছোট বোনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২১ আগস্ট ২০২১
ফাইল ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে বাবার সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় বোনের ধাক্কায় ছোট বোন নিহত হয়েছেন।

শনিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার পাড়েরহাট এলাকার বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাকনু আক্তার (৩৫) ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট এলাকায় বাদুরা গ্রামের মৃত আ. রব তালুকদারের ছোট মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে কামরুন্নাহার মিনুর সঙ্গে তার ছোট বোন মাকনু আক্তারের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পরিবারে সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কামরুন্নাহার ছোট বোনকে সজোরে ধাক্কা দেন। এতে মাকনু ঘরের মেঝেতে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মহসিন হাওলাদার জানান, মৃত আ. রব তালুকদার পাড়েরহাট বন্দরে চারটি দোকানঘরসহ অনেক সম্পদ রেখে গেছেন। এসব সম্পত্তি ভাগাভাগি করতে তার মেয়েরা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসেন। এ সময় জমি নিয়ে বিরোধে বড় বোনের ধাক্কায় ছোট বোন মারা যান।

নিহত মাকনু আক্তারের স্বামী মো. কামলা হোসেন বলেন, আমার স্ত্রী সঙ্গে তার বড় বোনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ কারণেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় বোনের ধাক্কায় আমার স্ত্রী পড়ে গিয়ে মারা যায়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম শামীম আহম্মেদ বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের বড় বোনের হাতে ছোট বোন নিহত হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বড় বোনসহ চারজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।