‘৭০০ আইপি টিভির আবেদন জমা, যাচাই শেষে অনুমোদন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২০ আগস্ট ২০২১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, এ পর্যন্ত ৭০০ আইপি টিভির আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে সার্কিট হাউসে সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আগে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার। এছাড়া এরইমধ্যে যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, অনলাইন পোর্টালেরও অনুমোদন কার্যক্রম চলমান আছে। বেশ কিছু অনুমোদন দেয়া হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ইমরান হাসান রাব্বী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।