জামালপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
জামালপুর শহরের নয়াপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মোসলেমা আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার (২০ আগস্ট) ভোর রাতে এ ঘটনা ঘটে বলে জানান নিহত মোসলেমার মা।
পারিবার জানায়, মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের পুত্র রাজমিস্ত্রি রুবেল মিয়ার সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয় জামালপুর শহরের নয়াপাড়ার এলাকার মোকছেদ আলী শেখের কন্যা মোসলিমা আক্তারের। বিয়ের পর থেকেই রুবেল ঘর জামাই থাকত। শুক্রবার ভোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘরের রেখে পালিয়ে যায় স্বামী রুবেল।
প্রতিবেশীরা জানান, মোসলিমা আক্তারের আগেও দুইবার বিয়ে হয়েছিল। সেই ঘরে দুইটি মেয়ে রয়েছে। পরে বর্তমান সংসারে একটি ছেলে রয়েছে। বিয়ের পর হতেই তাদের পরিবারে ধরনের কলহ লেগেই থাকতো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এএইচ/এমএস