বগুড়ায় করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
বগুড়ার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় এবং উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনায় এবং একজন উপসর্গে মারা যান।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৮ জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ছয়জন করোনা শনাক্ত হন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় কেউ করোনা পজিটিভ শনাক্ত হননি।
তিনি আরও জানান, ৩৬১টি নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে ৩৮ জন সদরের, আটজন শেরপুরের, দুইজন সারিয়াকান্দির, দুইজন সোনাতলার, দুইজন ধুনটের এবং গাবতলী ও শাজাহানপুরের একজন রয়েছেন।
এখন পর্যন্ত বগুড়ায় করোনায় মারা গেছেন মোট ৬৪২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৫৫৫। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৩৫৫ জন।
এফআরএম/জিকেএস