বুড়িগঙ্গায় ট্রলার ডুবি : একজনের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা-ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির দুইদিন পর আব্দুল কাদের (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল কাদের মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে।

সোমবার দুপুরে সদর উপজেলার ডিক্রির চর খেয়াঘাটের সামনে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের তিন সদস্যসহ আরো কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে এখনো তল্লাশি চলছে।

এদিকে, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের স্বজনরা মরদেহের অপেক্ষায় নদীর তীরে প্রহর গুনছেন। সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার লুৎফা বেগম তার স্বামী সেলিম খান (৪৫), ছেলে ইমান খান (১৫) ও মেয়ে মৌসুমী আক্তার মৌ (১৬) হারিয়ে পাগলপ্রায়।

ফতুল্লার বক্তাবলী নৌ-ফাঁড়ির পুলিশের এসআই আব্দুল রাজ্জাক কাদেরের মরদেহ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ট্রলার ডুবিতে যে সকল লোক এখনো নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দিনমনি সরমা জাগো নিউজকে জানান, আলীরটেক খেয়াঘাট এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

প্রসঙ্গত, শনিবার সকাল ৭টায় আলীরটেকের ডিক্রিরচর খেয়াঘাট দিয়ে ৪০/৫০ জন যাত্রী নিয়ে নদী পারাপারে সময় ঢাকাগামী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

শাহাদাত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।