ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আশা মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আশা মিয়া জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের মাসুম মিয়ার ছেলে। সে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
ইউপি সদস্য আব্দুল মালেক মোল্লা জানান, সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাতে নিজ ঘরে ঘুমাচ্ছিল আশা। রাত ১২টার দিকে একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরিবারের সদস্যদের জানালে তাকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাড়-ফুঁ দেয়ার পর তার অবস্থার আরও অবনতি হয়। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাল্গুনী রাণী সাহা বলেন, সকালে কালীগঞ্জ থেকে সাপে কাটা রোগী এসেছিল। তবে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। সাপে কাটার সঙ্গে সঙ্গে হাসপাতালে আনলে হয়তো বাঁচানো যেত।
আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/এমকেএইচ