টুঙ্গিপাড়ায় আহম্মদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ আহম্মদ হোসেন মীর্জা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে জেলা নির্বাচন অফিসার ও টুঙ্গিপাড়া পৌরসভার রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সি এ পৌরসভায় মেয়র পদে আর কোনাে প্রার্থী না থাকায় শেখ আহম্মদ হোসেন মীর্জাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।

এ পৌরসভায় মেয়র পদে তিনি এবং স্বতন্ত্র প্রার্থী ফোরকান বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাইতে কাগজপত্রে গরমিল থাকায় ফোরকান বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। স্বতন্ত্র প্রার্থী ফোরকান বিশ্বাস মনোনয়নপত্র বহাল রাখতে আপিল করেননি।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।