ধামরাইয়ে বাসচাপায় প্রাণ গেল রিকশাচালকের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৬ আগস্ট ২০২১

ঢাকার ধামরাইয়ে নীলাচল পরিবহনের একটি বাসচাপায় মো. ইসমাইল হোসেন (৪২) নামের এক অটোরিকশা চালক মারা গেছেন।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কুল্লা ইউনিয়নের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বারপাইখা গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে কালামপুরগামী একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় নীলাচল পরিবহনের বাসটি। এসময় গুরুতর আহত হন অটোরিকশা চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আল-মামুন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।