গভীর রাতে জাতীয় পতাকা উত্তোলন করে সমালোচিত ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৫ আগস্ট ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করে সমালোচনার মুখে পড়েছেন রোহান মাহমুদ ফয়সাল নামের এক ছাত্রলীগ নেতা।

শনিবার (১৪ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রোহান ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এদিকে গভীর রাতে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের বিষয়টি নিজের ফেসবুক লাইভের পর বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। খোদ ছাত্রলীগ নেতারাই এর তীব্র সমালোচনা করেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান জানান, এ বিষয়ে ইউনিয়ন ছাত্রলীগের ওই নেতাকে সতর্ক করা হয়েছে। তিনি বিষয়টি না বুঝে করে ফেলেছেন।

যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করেন ছাত্রলীগ নেতা রোহান মাহমুদ ফয়সাল। তবে তিনি বলেন, এ ঘটনার জন্য আমি দায়ী নই। চরএলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমানের প্ররোচনায় দলীয় সিনিয়র অনেক নেতার উপস্থিতিতে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত বাজানোর ঘটনা ঘটে।

jagonews24

এ বিষয়ে বক্তব্য জানতে চরএলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমানের যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর জাগো নিউজকে জানান, রাতের বেলায় জাতীয় পতাকা উত্তোলনের কোনো নিয়ম নেই এবং আইনত দণ্ডনীয়। বিষয়টি আসলে কী হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।