নোয়াখালীতে করোনা থেকে সুস্থতার হার ৭৩ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:১১ এএম, ১৪ আগস্ট ২০২১
ফাইল ছবি

নোয়াখালীতে করোনায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৯ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬২২ জন। এর মাঝে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৪৮ জন।

জেলায় বর্তমানে আইসোলেশনে ও কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন আছেন চার হাজার ৭৬২ জন। ইতোমধ্যে করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন ২১২ জন।

শনিবার (১৪ আগস্ট) সকালে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, ‘জেলায় সুস্থতার হার সন্তোষজনক। এ পর্যন্ত সুস্থ হয়েছেন নোয়াখালী সদরের চার হাজার ৪৮৯ জন, সুবর্ণচরের ৫৫০ জন, হাতিয়ার ২৩৩ জন, বেগমগঞ্জের দুই হাজার ৭৭৭ জন, সোনাইমুড়ির এক হাজার ৩৫৬ জন, চাটখিলের ৮২৮ জন, সেনবাগের ৮৩৬ জন, কোম্পানীগঞ্জের এক হাজার ৪১৮ জন ও কবিরহাটের এক হাজার ১৬১ জন।

মোট আক্রান্ত হয়েছেন নোয়াখালী সদরের ছয় হাজার ২৬৩ জন, সুবর্ণচরের ৬৭২ জন, হাতিয়ায় ২৬৯ জন, বেগমগঞ্জে তিন হাজার ৩৮৬ জন, সোনাইমুড়ীতে এক হাজার ৬৭৪ জন, চাটখিলে এক হাজার ১৭৪ জন, সেনবাগে এক হাজার ২৯৩ জন, কোম্পানীগঞ্জে দুই হাজার ২০২ জন ও কবিরহাটে এক হাজার ৬৮৯ জন।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত মোট এক লাখ ২২ হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ হাজার ৬২২ জনের পজিটিভ ও এক লাখ তিন হাজার ৮২৮ জনের নেগেটিভ পাওয়া গেছে। মোট শনাক্তের হার ১৫ দশমিক ২১ শতাংশ।

ইকবাল হোসেন মজনু/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।