পাল্লা দিয়ে চলতে গিয়ে ডুবোচরে আটকা পড়ল লঞ্চ
ঝালকাঠির রাজাপুরে ৪৩৪ জন যাত্রী নিয়ে ডুবোচরে আটকে যায় ‘অভিযান-১০’ নামের একটি লঞ্চ।
শুক্রবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার বড়ইয়া ইউনিয়ন চরপালট গুচ্ছগ্রাম সংলগ্নে এ ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
যাত্রী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘অভিযান-১০’ ও ‘শাহরুখ-২’ লঞ্চ পাল্লা দিয়ে বরগুনার দিকে যাচ্ছিল। একপর্যায়ে ‘শাহরুখ-২’ লঞ্চকে পাশ কাটিয়ে যাওয়ার সময় চরে উঠিয়ে দেয়। পরে অনেক চেষ্টা করেও লঞ্চটি পানিতে নামানো যায়নি। লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করবে বলে সময়ক্ষেপণ করলে সকালে যে যার মতো চলে যান।
‘অভিযান- ১০’-এর মাস্টার মো. মাসুদ আলম জানান, জোয়ারের পানির কারণে চর বোঝা যাচ্ছিল না। ফলে কিছু বুঝে ওঠার আগেই লঞ্চটি ডুবো চরে উঠে যায়। ভাড়ার টাকা ফেরত দিয়ে সকালে ট্রলার ভাড়া করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।
মো. আতিকুর রহমান/আরএইচ/এএসএম