খাগড়াছড়িতে এক মেয়র প্রার্থীকে শোকজ


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খাগড়াছড়ি পৌরসভায় নাগরিক কমিটি সমর্থিত মেয়র প্রার্থী মো. রফিকুল আলমকে শোকজ করেছে জেলা নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. এটিএম কাউছার হোসেন। রোববার বিকালে ২৪ ঘণ্টার সময় দিয়ে প্রার্থীর কাছে এ শোকজ বার্ত পাঠানো হয়।

এ বিষয়ে খাগড়াছড়ির নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. এটিএম কাউছার হোসেন জাগো নিউজকে জানান, প্রার্থী নির্দিষ্ট সময়সীমার আগেই শহরে শোডাউন দিয়েছেন। যা আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে। বিষয়টি জানতে চেয়ে ২৪ ঘণ্টার মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে।

এদিকে, খাগড়াছড়ির নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার বরাবরে বিএনপির প্রার্থী অ্যাড. মো. আব্দুল মালেক মিন্টু নাগরিক কমিটি সমর্থিত প্রার্থী মো. রফিকুল আলমের লোকজন কর্তৃক গণসংযোগে বাধা, হুমকি প্রদান ও নির্বাচনী অফিস বন্ধ করে দেয়ার লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. আব্দুল মালেক মিন্টু বলেন, মো. রফিকুল আলমের কর্মীরা গণসংযোগকালে গতিরোধ করে এলাকা ছাড়ার হুমকি দেন। তারা কলেজ গেইট এলাকায় আমার নির্বাচনী অফিস বন্ধ করে দিয়েছে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।