দৌলতদিয়ায় চাপ সামলাতে চাওয়া হয়েছে অতিরিক্ত ফেরি
কঠোর লকডাউন শেষে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। অতিরিক্ত চাপ সামলাতে ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে আরও ফেরি চেয়েছে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, লকডাউন শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন ছাড়াও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের যানবাহনগুলোও দৌলতদিয়া ঘাটে আসায় ভিড় আরও বেড়েছে। আর নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট বড় ১৪ ফেরি চলাচল করছে। লকডাউন শেষে যানবাহন ও যাত্রী পারাপার স্বাভাবিক হওয়ায় চাপ বেড়েছে। ফলে অতিরিক্ত চাপ সামল দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরও ফেরি চাওয়া হয়েছে।
এদিকে বুধবার (১১ আগস্ট) সকালে সরেজমিানে ঘুরে দেখা যায়, নদী পারের অপেক্ষায় দেখা যায় যানবাহনের লম্বা সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকেও ফেরিঘাটে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার সড়কে যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় দুই কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের লম্বা সারি দেখা গেছে। তবে যানবাহন, লঞ্চ ও ফেরিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
রুবেলুর রহমান/এএইচ/এমকেএইচ