করোনা : চুয়াডাঙ্গায় মারা গেলেন আরও ৬ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:০৬ এএম, ১০ আগস্ট ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন করোনায় ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭৯ নমুনায় পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে ছয়জন, আলমডাঙ্গায় ছয়জন ও জীবননগরে ১১ জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, বর্তমানে জেলা সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৬০ জন আর বাড়িতে রয়েছেন এক হাজার ৩৮৮ জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৩৮৪ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৭৩৭ জন। মারা গেছেন ১৯৯ জন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।