কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাণ গেল ৯ জনের
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গে একজন মারা যান।
মঙ্গলবার (১০ আগস্ট) হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে এ হাসপাতালে ১৫ জন মারা গেছে।
তিনি বলেন, বর্তমানে ১৯৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৮ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪১ জন।
মো. মেজবাউল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৭২ নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ২ ভাগ। শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৬৯ জন, কুমারখালীতে ১৮ জন, দৌলতপুরে ২১ জন, ভেড়ামারায় ১৯ জন, মিরপুরে ২৪ জন ও খোকসায় ১৫ জন শনাক্ত হয়েছেন।
জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ১১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন। এ পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৪০ জন।
আল-মামুন সাগর/আরএইচ/এমকেএইচ