খুলনায় বিএনপি নেতাকর্মীসহ গ্রেফতার ৪৫


প্রকাশিত: ১০:৫২ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) গত ২৪ ঘণ্টায় যৌথ অভিযান চালিয়ে বিএনপি নেতাকর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে। যৌথ অভিযানে ৩৮১ পিস ইয়াবা ও একটি দেশি অস্ত্রও উদ্ধার করা হয়।

কেএমপির মুখপাত্র অতিরিক্ত সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান মিঠু জানান, ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ৪২ জনকে এবং সদর থানা পুলিশ রোববার নগরীর নিরালা এলাকা থেকে কামাল হোসেন, গনি হাওলাদার এবং রুবেলকে ৩৮১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

আলমগীর হান্নান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।