পুলিশের সহযোগিতায় মায়ের কোলে ফিরল শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৮ আগস্ট ২০২১

কলহের জেরে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন করা হয় আট মাস বয়সী শিশু মুনতাহাকে। পরে ২৪ ঘণ্টা যেতে না যেতেই ওই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

শিশু মুনতাহা কুড়িগ্রামের সদর উপজেলার ভরসার মোড় টাপু ভেলাকোপা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। রোববার (৮ আগস্ট) দুপুরে সদর থানা পুলিশের সহায়তায় মায়ের কোল ফিরে পায় ওই শিশু।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে সদর উপজেলার কৃষ্ণপুর বকসীপাড়া গ্রামের মান্নানের মেয়ে রত্না বেগমের বিয়ে হয় একই উপজেলার কৃষ্ণপুর বকসীপাড়া গ্রামের ওয়াহেদের ছেলে সিরাজুল ইসলামের। বিয়ের পর দম্পতির কোলজুড়ে আসে কন্যাশিশু মুনতাহা। পারিবারিক কলহের কারণে বিভিন্ন সময় স্ত্রী রত্না বেগমকে নির্যাতন করে আসছিলেন সিরাজুল। শনিবার (৭ আগস্ট) স্বামী ও তার পরিবারের লোকজন রত্না বেগমকে মারধর করে মুনতাহাকে কোল থেকে ছিনিয়ে নেন এবং তাকে বাড়ি থেকে বের করে দেন।

পরে মা রত্না বেগম সদর থানা পুলিশের শরণাপন্ন হন। রোববার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার করে থানায় এনে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, অভিযোগ পেয়ে শিশু মুনতাহাকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। ওই নারীর পারিবারিক বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় কাউন্সিলরকে বলা হয়েছে।

মাসুদ রানা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।