বিধিনিষেধ অমান্য করে যাত্রী পরিবহন: ভৈরবে দূরপাল্লার ২১ বাস আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৮ আগস্ট ২০২১

ভৈরবে লকডাউন অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস চালানোর অভিযোগে ২১টি যাত্রীবাহী বাস আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (৭ আগস্ট) রাত থেকে রোববার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত ভৈরব বাসস্ট্যান্ড এলাকাসহ ঢাকা-সিলেট মহাসড়ক, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে এসব বাস আটক করে পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটক বাসচালকদের দুই থেকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে অঙ্গীকারনামা নিয়ে বাসগুলো ছেড়ে দেয়া হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।