শেরপুরে প্রার্থীতা প্রত্যাহার করেছেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী
শেরপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী হুমায়ুন কবীর রুমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ১৩ ডিসেম্বর রোববার দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানিয়ে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের আগে শেরপুর পৌর টাউন হলে এক সাংবাদিক সম্মেলন করে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, দলের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রেখে জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করছি। এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, বিগত পাঁচ বছর মেয়র হিসেবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি। হয়তো এবার আল্লাহপাক আমার ভাগ্যে রাখেননি বিধায় আমি দলীয় মনোনয়ন পাই নাই। তবে দলের অগণিত নেতাকর্মী ও অগণিত পৌরবাসীর অনুরোধে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম।
কিন্তু দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের কেন্দ্রীয় কমিটি এবং স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য সুহৃদ, গুণগ্রাহী-শুভানুধ্যায়ীদের পরামর্শে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। সাংবাদিক সম্মেলনে সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, জেলা যুবলীগ সভাপতি হাবীবুর রহমান হাবীব এসময় তার পাশে ছিলেন।
হাকিম বাবুল/এমজেড/পিআর