রাসিকের ড্রেন ভেঙে ভবন নির্মাণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৭ আগস্ট ২০২১

রাজশাহী মহানগরীর নতুন বিলসিমলা এলাকায় সরকারি ড্রেন ভেঙে বহুতল ভবন নির্মাণের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

শুক্রবার (৬ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, জমির মালিক মো. আফজালের (৭০) দুই ছেলে রনি (৩২) ও রবি (৩৪) শাবল দিয়ে সরকারি ড্রেন ভাঙছেন। এসময় স্থানীয়রা বাঁধা দিলে তারা স্থানীয়দের ওপর চড়াও হন।

স্থানীয়দের অভিযোগ, আফজালের তিন কাঠা জমি। সেখানে এক ইঞ্চি জায়গা না ছেড়ে উল্টো রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিন ফিট ড্রেনের রাস্তা দখল করছেন। এ বিষয়ে কেউ কথা বললেই তাদের ওপর চড়াও হন দখলদার আফজালের দুই ছেলে।

সরকারি ড্রেন ভেঙে বাড়ির নির্মাণের অভিযোগ বিষয়ে জানতে চাইলে আফজাল বলেন, ‘মানুষ অযথা গায়ে পড়ে ঝামেলা করতে আসছেন। আমার জমিতে আমি বাড়ি করছি, তাতে মানুষের সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। আমি কেনো স্থানীয়দের অনুমতি নিতে যাব? কারো কাছে জবাবদিহি করতে আমি বাধ্য নই।’

jagonews24

এদিকে, খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে উপস্থিত হন রাসিকের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাদিরা বেগম।

তিনি জানান, সরকারি ড্রেন ভাঙার খবর শুনেই তিনি ঘটনাস্থলে এসেছেন। রাসিকের নিয়মবহির্ভূত কোনো স্থাপনা করার কোনো সুযোগ নেই। আইন মেনেই তাকে বাড়ি নির্মাণ করতে হবে।

দখলদার আফজালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি-না, সে বিষয়ে তিনি বলেন, ‘রাসিক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সরকারি ড্রেন ভাঙার জন্য অবশ্যই তাকে কৈফিয়ত দিতে হবে।’

মহিলা কাউন্সিল ঘটনাস্থলে যাওয়ার পর কিছুটা নমনীয় হন দখলদার আফজাল ও তার সন্তানরা। আরডিএ অনুমোদন কিংবা রাসিকের কোনো অনুমতি আছে কি-না, জানতে চাইলে আফজাল বলেন, ‘বাড়ির নির্মাণকাজ করার সময় সরকারি ড্রেনের কিছু অংশ ভুলবশত ভেঙে গেছে। আমি তা নিজ দায়িত্বে মেরামত করে দেব।’

ফয়সাল আহমেদ/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।