নেশার টাকা না পেয়ে শিকলে বেঁধে বৃদ্ধ বাবাকে নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৬ আগস্ট ২০২১

সুনামগঞ্জের ছাতকে নেশার টাকা না পেয়ে শিকলে বেঁধে মমস্বর আলীর (৭৫) নামের এক বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধার একমাত্র ছেলে সুহেল মিয়া (৩২) নেশাগ্রস্থ। নেশার টাকা না পেলে প্রায়ই তার বৃদ্ধ বাবাকে নির্যাতন করতেন। বৃহস্পতিবার রাতে সুহেল মিয়া নেশা করার জন্য বৃদ্ধ বাবাকে টাকা দিতে বলেন। টাকা জোগাড় করে দিতে না পারায় শিকলে বেঁধে বৃদ্ধকে মারধর করে আহত করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বৃদ্ধকে উদ্ধার করেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় সুহেল মিয়াকে পুলিশে সোপর্দ করা হয়।

উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিল্লাল আহমদ বলেন, ‘নেশার টাকা না দেয়ায় বখাটে সুহেল তার বৃদ্ধ বাবাকে শিকলে বেঁধে নির্যাতন করে। খবর পেয়ে আমি তাকে উদ্ধার করে চাতক হাসপাতালে পাঠাই।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোনো হয়েছে।’

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।