দোকানে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কর্মচারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৬ আগস্ট ২০২১

পিরোপুরের কাউখালীতে ব্যবসায়ীর দোকানের সাটারে বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোকান মালিক বাসুদেব কুন্ডকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম দুলাল মাঝি (২৫)। তিনি উপজেলার চিরাপাড়া গ্রামের শাহজাহান মাঝির ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ আগস্ট) উপজেলার দক্ষিণ বাজারে ‘কুন্ড স্টোর’ নামের একটি কীটনাশকের দোকানে মালিক বাসুদেব কুন্ড রাতে দোকান বন্ধ করার আগে বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতে যান। সকালে দোকান খুলে বেচাকেনা শুরু করেন বাসুদেব। এসময় কর্মচারী দুলাল মাঝি মালামাল বের করতে গেলে ইঁদুর মারার ফাঁদে পা লেগে যায়। এতে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়েঢ গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী বিদ্যুৎ বিভাগের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মামলা করা হবে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।