জয়পুরহাটে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
জয়পুরহাটের ক্ষেতলালে পারিবারিক কলহের জেরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ মঞ্জিলা খাতুন (২৮) মারা গেছেন।
শুক্রবার (৬ আগস্ট) দুপুরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মঞ্জিলা খাতুন জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের মেয়ে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মণ্ডল জানান, পাঁচ বছর আগে ক্ষেতলাল উপজেলার রোয়ার গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম রনির সঙ্গে বিয়ে হয় মঞ্জিলার। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ শুরু হয়। দাম্পত্য কলহের জেরে গত ২৬ জুলাই (সোমবার) দুপুরে নিজ বাড়িতে মঞ্জিলার গায়ে আগুন ধরিয়ে দেন শরিফুল।
নিরেন্দ্রনাথ মণ্ডল বলেন, তাকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে স্থানান্তর করেন। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
ওসি বলেন, পুলিশ শরিফুল ইসলাম রনিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সবুর বাদী হয়ে থানায় মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাশেদুজ্জামান/আরএইচ/এএসএম