লকডাউনের মধ্যেই ঠাকুরগাঁও ছাত্রলীগের শোডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৬ আগস্ট ২০২১

করোনার কারণে দেশব্যাপী কড়া বিধিনিষেধের মধ্যেই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শোডাউন করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আওয়ামী লীগ কার্যালয়ের সামনেসহ শহরে এ দৃশ্য দেখা গেছে।

শোডাউনে অংশ নেয়াদের মধ্যে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারসহ নতুন কমিটির নেতারাও ছিলেন।

jagonews24

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের নেতারা অনুসারীদের নিয়ে পার্টি অফিস থেকে ঠাকুরগাঁও রোড যুব সংসদ পর্যন্ত মোটরসাইকেল শোডাউন করেন। এসময় তাদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। কারো কারো মুখে মাস্ক থাকলেও তা থুতনির নিচে বা গলায় পরতে দেখা দেখা যায়।

এ বিষয়ে বক্তব্য নিতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ ও সাধারণ সম্পাদকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

তবে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী নোমান বলেন, ‘আমরা নতুন জেলা কমিটির নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এটা শোডাউন না।’

jagonews24

লকডাউনের মধ্যে শোডাউনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবাই একত্রিত হয়ে বের হয়েছি। এটা ঠিক হয়নি। পরবর্তীতে এমনটি আর হবে না।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, করোনায় রাজনৈতিক শোডাউন নিষিদ্ধ রয়েছে। ছাত্রলীগের শোডাউনের কথা শুনে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য ঠাকুরগাঁও জেলা কমিটির নাম ঘোষণা করা হয়।

jagonews24

আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

কমিটিতে ১২ জন সহসভাপতি, ছয়জন যুগ্ম সম্পাদক ও নয়জন সাংগঠনিক সম্পাদকের নাম রয়েছে।

তানভীর হাসান তানু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।