নারীর চিৎকারে ছিনতাইকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০৬ আগস্ট ২০২১

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে মোসা. নিলুফা বেগম (৪২) নামের এক নারীর হ্যান্ডব্যাগ ছিনতাই করে পালানোর সময় ভুক্তভোগীর চিৎকারে ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় তার কাছ থেকে ছিনতাই করা মোবাইল ও টাকা উদ্ধার হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা রহমান পেট্রোল পাম্পের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারী হলেন- নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুর চাইপাড়ার মৃত মাসুমের ছেলে মো. সম্রাট (২৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাসুদ পারভেজ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর এক নারী চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কাশিয়াডাঙ্গা রহমান পেট্রোল পাম্পের সামনে এসে নামেন। অটো থেকে নামার পর পায়ে হেঁটে কাশিয়াডাঙ্গা মোড়ে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন।

তিনি বলেন, ‘এসময় ওই নারী চিৎকার করলে আশপাশে থাকা মানুষ ছিনতাইকারী সম্রাটকে ধরে ফেলে পরে পাশেই থাকা টহলরত পুলিশ ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়।’

শুক্রবার (৬ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান কাশিয়াডাঙ্গা থানার ওসি।

ফয়সাল আহমেদ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।