নড়াইলে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৬ আগস্ট ২০২১

নড়াইলের কালিয়ায় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—উজির মোল্যা (৪৫), মকছেদ শেখের ছেলে মো. টুলু শেখ (৪৩), আব্দুর রউফ শেখের ছেলে মো. শাহীন শেখ (৩৫) ও আখতারুজ্জামান শেখের ছেলে মো. শিহাব শেখকে (২৮)।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, ‘দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় শুক্রবার সকালে থানায় নয়জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’

এদিকে, মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার নয়া মাউলী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. সিকু শেখ ও নাজমুল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে প্রতিপক্ষের আঘাতে ইজামুল শেখসহ (২৮) অন্তত তিনজন আহত হয়। আহত ইজামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাফিজুল নিলু/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।